হোন্ডা নামক এক গুন্ডা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চারিদিকে এখন হোন্ডা নামক এক গুন্ডা,
পথে পথে দূরন্ত গতিতে দেয় মুগুর ডান্ডা।
কিছু কিছু উড়ন্ত যুবক গুন্ডা- পান্ডা
দুমড়ে মুছড়ে আপনার জীবন করে ঠান্ডা।
কে কার কাছে করবে নালিশ,
নিশ্চুপ নিথর পথের রাজা পুলিশ!
যুবত- যুবতী করে কি এইসব কান্ড !
দেখে মনে হয় আইনে নেই কোন দন্ড।
নিষিদ্ধ পল্লী যেন পথ ঘাটের হোন্ডা,
বুকে পিঠে মারে শুধু পতিতার ডান্ডা।
কি সব নোংরামি !
মনে হয় বাসরের স্ত্রী- স্বামী ।
চারিদিকে এখন হোন্ডা নামক এক গুন্ডা,
পথে পথে দূরন্ত গতিতে দেয় মুগুর ডান্ডা।
রক্ত ঝরে -প্রাণ ঝরে- আগামীর স্তম্ভ
হোন্ডা নামক গুন্ডায় জাতি আজ হতভম্ব।
এক ঝাঁক- গুন্ডা -পান্ডা –সন্ডা- ভন্ডা.
নিষিদ্ধ পল্লী গড়েছে দুরন্ত গতির হোন্ডা।
-----------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর
তারিখঃ ০৪-০৮-২৩ ইং।
************************************
০৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।