আবেগের কানন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই কি আবেগ সেই, মুক্তি কভূ নয় ?
নহে স্বগির্য়্ আভাস এ ধরাময় ।
নহে শুভ্রতার কুঞ্জ, এ কি সে কানন ?
নহে বিধাতায় চুক্তি, এ কি সে তপন ?
এ যে আবেগের কানন, উদাসী প্রাণ
এ যে ঈমান হারা ভয়, দুষ্টের গুঞ্জন !
নহে মুমিনের শ্বাস, বহে কি প্রলয় ?
এ যে শয়তানী, এযে অগ্নি প্রলয় !
মুমিন নহে সেই দেহ, সেই প্রাণ মন !
সত্য -ধ্রুব সত্য -এই হৃদয়- মিলন !
আবেগে মিথ্যা তুমি- মিথ্যা শান্তনা
সত্য নহে এখানে, সত্য নহে প্রেম চেতনা।
আবেগের অন্তরালে মিথ্যা ভরা বচন !
যা বলো, যা করো - হারাবে অনন্ত জীবন।
--------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-৮-২০২৩ ইং
*************************


১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।