তব সে রণ যোদ্ধা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হউক সে পরাজিত হ্উক সে বিজয়ী
তব সে রণ যোদ্ধা চির দীপ্তময়ী !
যু্দ্ধ আছে বলেই যোদ্ধার এত সম্মান,
পরাজয় আছে বলেই বিজয় মহা ধনবান
হউক সে পরাজিত তব নহে অপমান,
সে চিনেছে যুদ্ধের দূর্গ্ এটাই অর্জ্ন।
নেই কোন গ্লাণী তার পরাজয় মাঝে,
সদা সে মণিহার মহা মূল্য সাজে।
বলো তারে সে যেন ওই রোস্তম,
আজ পারেনি কাল পারবে সূর্যের উপম।
করো কেন ছোট তারে এক পরাজয়ে ?
এখনো অনেক পথ বাকী নব সূর্যদয়ে ।
প্রেরণা ভালবাসা দেও তারে কিঞ্চিৎ
আত্মহত্যা করবে না কভূ প্রজন্ম-ভবিষৎ।
হউক সে পরাজিত হ্উক সে বিজয়ী
তব সে রণ যোদ্ধা চির দীপ্তময়ী !
---------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-৮-২০২৩ ইং
*************************
২৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।