এমনটা চাইনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এমনটা চাইনি, কখনো চাইনি,
তবু তুমি শুধু তুমি !
হৃদয় বাগানে প্রত্যহ জেগে ওঠ
পূর্ণিমার চাঁদ হয়ে অন্ধকার রজনী !
এর যে এতো শুভ্রতা, এতো ঝলক!
তার চেয়ে বেশী কে দিবে বলো ?
তাইতো তোমাকে রেখেছি সযতনে
ভালবাসার ভ্যালকনিতে—
-------------------------
২৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।