যদি সে হতো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অসীমের খোঁজে পথ চলেছি আমি,
অধরা পূর্ণিমা তবু তরঙ্গ ওঠে প্রাণে !
ব্যাকুল হয়ে ওঠি গহিন কলতানে
কি এমন দেখেছি কিংবা পেয়েছি
জানিনা, শুধু অনুভব করি
যদি সে হতো ভালবাসার পূর্ণিমা।
----------------------------------
৩০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।