অধরাই রয়ে যাবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবেসে লজ্জাবতী পাতাকে স্পর্শ্ করতে যেওনা
সে আড়াল হয়ে যাবে, নিজেকে গুটিয়ে নিবে
তুমি অপমানিত হবে,
হয়তো তুমুল রক্ত ক্ষরণে ক্ষত বিক্ষত হবে
তবু সে বুঝবেনা, তুমি তাকে কতটুকু ভালবাস।
সে দুর থেকে ছলনাই করে যাবে
শুন্যে রূপের ঝলক দেখাবে, ধূমকেতুর মতো
অধরাই রয়ে যাবে---
সে শুধু অসীম আকাশে কল্পনার পলক !
------------------------------------
৩০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।