তবু তুমি মিস্টি হাস
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ফুলের জন্য এতো যুদ্ধ ! এতো সংঘাত!
এতো দুরত্ব ! এতো রাগ-অনুরাগ !
সে ফুলকে না হয় আর কখনো বলব না
তুমি এতো সুন্দর, এতো সুহাসিনী !
এতো শুভ্রতায় ঝলঝল !
তবু চাই এই যুদ্ধের অবসান হউক !
বাগানে ফিরে যাক প্রমোদ উল্লাসে
ঠিক আগের মতই প্রাণ খুলে হাসুক
রাঙা ঠোঁটের ফাঁকে ফাঁকে-
আমি না হয় ভুলেই যাবো
কেউ এমন করে হাসত, যাকে অনেক ভালবাসি
আমি না হয় ফুলকে খুঁজে নিবো
ভালবাসার সমাধিতে, তবু তুমি মিস্টি হাস।
-------------------------------------
৩০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।