চোর ডাকাতের হুলিয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চোর ডাকাতের হুলিয়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০২-২০২৪ ইং
**************************
চৌদিকে চোরেরা ফুরফুর মেজাজে চলছে,
প্রশাসনের বুলবুল নাহি কিছু দেখছে !
ওরাও পাচ্ছে ওরাও নিচ্ছে এই হল নীতি গো,
ওপর মহল খাই খাই ভোক্তভোগী মরে গো !
চরকায় তৈল গো রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর,
নাগরিকের নাই দীপ- নাই কোন নির্ভর!
চোর- ডাকাতের উল্লাস অফিস আদালত,
ভাগ নেয় ভাগ পায় এই হলো আলামত।
জনগণ যায় কই ডান্ডা বেরী দিন-ভর,
স্বাধীন রাজ্যের স্বাধীন রাজা এ বিষয়ে মন্থর।
পদে পদে ঘরে ঘরে অসন্তোষ মনটায়,
চোর ডাকাতের হুলিয়া রোজদিন ঘন্টায়।
দুর্ণীতি বাজদের সন্ধি রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর!
প্রাণে প্রাণ কান্না কেউ বুঝেনা অতঃপর।
---------------------------------------


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।