অসুর ছায়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অসুর ছায়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৩-২০২৪ ইং।
******************************
কি যে এখন অসুর ছায়া, চৌদিক তার কালো !
তারুণ্যের চোখের উপর, রঙিন চশমার আলো।
সভ্য যেথায় খোলা মেলা অসুর চুক্ষ লাল,
পথে ঘাটে শুল ফুটায় জন্তু হায়েনার দল।
যে সমাজে ধর্ম্ পালায়,ন্যাংটা কুকুর দেখে,
মেয়েরা ধরে ছেলের বেশ,লাজ সরম রেখে।
তাগুদের সভা যেথায়,ধর্ম্ সেথায় আলো,
অন্ধকারে পথ দেখায় নাহি থাকে কালো।
প্রজন্ম সব সভ্য ফেলে অসভ্য আকড়ে ধরে
আজিকায় ছুটছে বেদম অসুর পিঠে চড়ে।
পথে ঘাটে চরম প্রণয়, ন্যাংটা বেশের ছলে,
তাই না দেখে কুকুর হাসে কেমন মেয়ে-ছেলে!
কি যে এখন অসুর ছায়া ছেলে-মেয়ের গায় !!
নিলর্জ্জ আর বেহায়াপনা লজ্জায় মরি হায়।
সভ্য দেশে অসভ্যতা চলবে কত আর ?
অসুর ছায়া এ সমাজে করো না আবিস্কার।
------------------------------------------


০১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।