সোনার বংলা এখন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সোনার বংলা এখন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
হে বাঙ্গালির দল, একবার শুধু জাগো,
যে চেতনা, যে শক্তি মুক্তিযুদ্ধের লগো।
আসুক বাধা, আসুক ঝড় তবু বার বার,
বাঘের মতো ঝাঁপিয়ে পড় দুরন্ত দুর্বার।
শিকার করো ওইসব দুর্ণীতিবাজ হায়েনা
যারা লুট করে সেনার বাংলার গয়না।
তুমুল প্রতিবাদে স্তব্ধ করে দাও ওইসব ভাষা
জাগো বাঙ্গালি জাগো, এ মোর আশা।
সোনার বংলা এখন চোর ডাকাতে ভরা !
নিরহ বাঙ্গালি জীবন প্রখর খরতাপে পুড়া।
স্বাধীন দেশে স্বাধীনতার ক্রমশ ক্ষয়-
দেশ প্রেমিক কান্ডারী যদি জাগ্রত হয়
সোনালী সূর্য্ জেগে উঠবে দ্বিধাহীন-
হে বাঙ্গালি, তোমরা শুধু জাগো প্রতিদিন।
----------------------------------
০৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।