অভাবেতে স্বভাব বদলায়
- সিফাত মৃধা ১৮-০৫-২০২৪

কে বলেছে বেশ্যা খারাপ,
পরিস্থিতির শিকার তারা।
ভবিয়া দেখো তুমি,
রাত কাটিয়াই আসিয়া পরো।
কষ্ট দেখোনা তাদের তুমি,
দুস্থ গরিব হতভাগা তারা
ভাগ্যে করিছে পরিহাস।
তাইতো তারা তোমার কাছে
ইজ্জত বেঁচে খায়।
কর্ম কে করিবে দান
গরীবেরে সবাই লুট- করিতে রত,
রাত শেষে ভোর হওয়াতে
লজ্জায় ঘড়ে ফিরো।
কিছুক্ষণ থেকেই শুনো
তাদের জীবনের পরিহাস,
তোমার মাঝেতে মনুষ্যত্ব
থেকেই যদি থাকে।
চোখের কোণেতে জল
আসিবে মনের অজান্তে।
অভাবেতে স্বভাব বদলায়
স্বভাবেতে অভাব,
কেওবা বেশ্যা হইছে অভাবে
কেওবা হইছে স্বভাবে।
অভাবেরই জীবন দুঃখে ভরা,
স্বভাবের জীবন বিলাশে।
কাহারও ইজ্জত অমূল্য হইলেও
বেঁচিয়া পেট চলে,
কাহারও ইজ্জত সস্তা হলেও
দান করিয়াও না সুস্তি মিলে।




৩:৩২ রাত
১১ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ
২৪ই ফেব্রুয়ারী ২০২৪ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।