অদ্ভুদ উদ্‌যাপন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অদ্ভুদ উদ্‌যাপন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
************************
আজিকায় ছেলে মেয়ের অদ্ভুদ উদ্‌যাপন!
এই ডে, সেই ডে কত কিছুর আয়োজন ।
সভ্যতা মেরে যেন অসভ্যতার জয়গান,
আধুনিক শ্লোগান দিয়ে সভ্যতা করে খুন।
লজ্জা -লজ্জা -ওরা খায় কার নুন ?
ভিন দেশী সংস্কৃতি আছে কি প্রয়োজন ?
নির্লজ্জতা শুভ নয়- শয়তানের খেলা
পথে ঘাটে দেখি ছেলে মেয়ের মেলা।
নিষিদ্ধ সঙ্গ চলে, নিষেধ কে দেয়?
বলি যদি কিছু ভাই আপনার মান যায়-
এ কোন ডিজিটাল ! এ কোন প্রেম ভাই ?
অসভ্যতার উম্মাদনা চারিদিকে দেখতে পাই।
এ মেলা বন্ধ করো, জলদি জলদি চটপট
নইলে তা হবে কিন্তু সভ্যতার ছটফট।
----------------------------------------


০৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।