শেষ হাসিটা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শেষ হাসিটা
কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
****************************
কি ভাবছো ? হেরে গেছো ভাই ?
সবাই কি হাসছে ! নাহি কোথাও ঠাই ?
ওরে ভয় নাই, ওরে ভয় নাই,
নামাজ পড়ো , চেষ্টা করো ধৈর্য্ ধরো
একুট অপেক্ষা করো
শেষ হাসিটা তুমিই হাসবে হে মুমিন দল !
প্রভূ দিবে তোমায় আলোক রবি দু’ধরা তল।
যে রহমে তুমি হবে খুশী
ঠিম যেমন আঁধার রাত্রির শশী।
----------------------------------
০৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।