রোজার মাসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রোজার মাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
**********************
রোজার মাসে কুট কৈশলে বণিক করে পূঁজি,
ঈমান আমল তুচ্ছ করে রোজাদার বেশে সাজি।
রোজার মর্যাদা উধাও হলো অর্থের মুলুক খুঁজি;
ওরে মুমিন তাকওয়ার মাসে তাকওয়া নাহি আজি !
রোজার মাসে এগিয়ে আসে জোড় জুলুম দ্বারে,
বণিকেরা ডাকাত সাজে সিন্ডিকেটের তরে।
বল দেখি কেমন সে- তাগুদে ভরা প্রাণ ?
ছদ্মবেশে রোজার মাসে গায় শয়তানের গান।
------------------------------------------
১০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।