আলোর মঞ্চে আঁধারের খেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলোর মঞ্চে আঁধারের খেলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
ওয়াজের ময়াদানে বিস্তর ফাঁকা,
প্রভূ ভীরু জন নাই চাঁদরে ঢাকা !
সারি সারি অতিথি সামীয়ানার তলে,
হুজুরের ওয়াজগুলো তারই মধ্যে চলে।
হৈ হুল্লো মেতে উঠে দোকান পাটগুলো,
ওয়াজের নামে দিয়ে এই কি হলো ?
এই জন সেই জন পোষ্টারে পোষ্টারে,
ওয়াজের অতিথি বানায় বিস্তরে!
ঘুষ খোর, সুদ খোরের টাকা দিয়ে রাঙা
আজিকার ওয়াজগুলো করতে চায় চাঙা।
চট করে ছুটে যায় যার তার কাছে,
প্রভূ ভীরু প্রাণ কি তার কভূ আছে ?
নাই আর নাই আর দূর থেকে দেখি,
আলোর মঞ্চে আঁধারের খেলা- এ কোন ফাঁকি?
---------------------------------------


১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।