সুখ বলে কিছু নাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সুখ বলে কিছু নাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
গোপন খনিজ তুই এই পৃথিবীর কাছে,
অতুল্য লোভনীয় কত কবিতা রচে !
তোকেই খোঁজে যতই অপরাজিতা নাম,
এই ধরা জেনেগেছে তুই নয়নাভিরাম !

কত বলেছি গোপন রাখিস কোমল অঙ্গ,
তবু খুলে দিস! তবু করিস অবাদ সঙ্গ।
তুই রূপসী! তুই রূপবতী-সুহাসিনী !
প্রকাশ্যে এই সৌরভ কাকে দিস এই তটনী?

তুইতো গোপন কুটিরে বিজলীর ঝলক!
তোকে সেখানেই শানীত করেছে প্রতিপালক।
ময়দানে আসবি যদি তবে কেন অশ্রু ঝরে?
সুখ বলে কিছু নাই নিষদ্ধ পল্লীর বাসরে।
---------------------------------


১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।