কেন রক্তাক্ত রুমাল !
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কেন রক্তাক্ত রুমাল !
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৩-২০২৪ ইং
**********************
দুর্বল হলে কেউ দেয় না কোন দাম,
সমাজ ছুঁড়ে ফেলে ভদ্রতার ডাক নাম।
চৌদিকে দেখবে তুমি রক্ত জবার ফুল,
ক্ষত বিক্ষত করে অযূত স্বপ্নের মাস্তুল।

অথচ এখানেই ছিল মানবিক প্রাণ ভরা,
আজ সেখানে অনলে প্রজ্জ্বলিত বসুন্ধরা-
ভদ্র হলেই ধেয়ে আসে অত্যাচার অপমান !
কে শুধরাবে এইসব রক্ত জবার আাক্রমন ?

চৌদিকে উড়ছে জাহেলী যুগের বালু- ধুলো!
এক অগ্নি তুফান এ সমাজকে করছে কালো
নৈতিক শিক্ষা কোথায় ? নিভৃতে কাঁদে প্রাণখানা
কেন রক্তাক্ত রুমাল ! কারো কি আছে জানা?
----------------------------------------


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।