তোর মাঝেই আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোর মাঝেই আছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
**********************
তোর মাঝেই আছে আলোক রতন,
তোর মাঝেই আছে মুক্তির আয়োজন।
তুই পারিস মুক্তি দিতে হৃদয়কে স্পর্শ্ করি,
তুই পারিস ধ্বংস করতে যুদ্ধের মন্ত্র পড়ি।

যে পৃথিবীর মোহে সত্যকে অবহেলা করি,
সে পৃথিবীই চিরতরে তোকে দিবে ছাড়ি!
যে রক্ত প্লাবনে তোর এই তর্জ্ন-গর্জ্ন
সে প্লাবনেই ভেসে যাবি অনন্ত -কানন!

এতো দানবীয় রূপ কেন তোর আজি ?
তুই আয় ফিরে আয় সুব্র তারকারাজি।
জানি হে, তোর মাঝেই মানবের মুক্তি !
তুই পারসি করতে চির সাম্যের চুক্তি।
-------------------------------------


১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।