দৃষ্টান্ত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দৃষ্টান্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
অনুপম উপমা তুমি উজ্জল জগতে,
বিপদে বন্ধু তুমি দুর্গম গিরি পর্বতে !
মানুষ যে মানুষের বন্ধু গোধূলী কিরণে,
তার দৃষ্টান্ত তুমি উত্তাল সফেদ সফেনে—
কত সুব্র প্রাণ নিয়ে পৃথিবীর কল্যাণে
তুমি ছুটে যাও যু্দ্ধের ময়দানে
মানব সেবার সাধনে—
তুমি এক আশা জাগানিয়া নিলোর্ভ কান্ডারী !
তাইতো স্বপ্ন বুঁনি তোমার হাত ধরি,
উঁচু শীর নোঙ্গর হবে মানবতার তরী।
------------------------------------------


২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৩-২০২৪ ১৬:০৩ মিঃ

অসাধারণ উপস্থাপন