ওরা কোমল প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওরা কোমল প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
বিশ্বাসী- সত্যবাদী- বিনয়ী- চরিত্র গঠনে,
মুমিন নিবেদিত প্রাণ হালাল উপার্জনে।
বিশ্বাস আর বিনয় একই সূত্রে গেঁথে রয়,
ওরা করে না ভয়- ওরা যায় না পালায়!
ইসলামের নিশানা তুলে ধরে অকোতভয়!
প্রভূর সন্তুষ্ট রাহে ধৈর্য্যশীল- ক্ষমাশীল হয়।
ওরা মুমিন, ওরা বিনয়ী, ওরা কোমল প্রাণ
ওরা বলিয়ান, ওরা গায় চির সত্যের গান ।
--------------------------------------
০৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।