প্রভূর ক্ষমাও যেন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রভূর ক্ষমাও যেন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
অন্তরে যদি বেজে উঠে নিষ্ঠুর কঠোর ধ্বনি,
বুঝে নিও আঁধার হয়ে এসেছে বসতখানি!
চারিদিকে ঘিরে রবে তাগুদের ঢেউ-
অথৈ পাপরাশি কিংবা অগ্নি শিখা কেউ।
তখন এতিমের মাথায় হাত বুলাও
কিংবা অভুক্তকে বিপুল খাবার দাও।
শীতল পরশ পেয়ে যাবে অন্তর বসতখানি,
প্রভূর ক্ষমাও যেন তোমারে নিবে বুকে টানি্।
-------------------------------------
০৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।