মানবতা অসুরের চরণ তলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবতা অসুরের চরণ তলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৮-০৪-২০২৪ ইং
***************************************
মানবতা আজ সকল মানবের কাছে,
এক অধরা স্বপন হয়ে সুদূর আছে।
তবু মানুষ তারই বলে অপরাজিতা নাম !
এখানে মুক্তি , এখানে বিজয় অভিরাম।

সকলে জানে সকলে বলে তার সুখ্যাতি
তবু জুলুম অত্যাচারের ভূমিকায় অতি।
যদি দৃশ্য পটটা সাদা মনের হত
তবে প্রাণ হত না কভূ ক্ষত বিক্ষত ।

ক্ষমতার ঘাত প্রতিঘাতে পৃথিবীর অশ্রু ঝরে,
তুমুল প্রতিবাদ করার কেউ নেই এই নশ্বরে।
মানুষ শুধু ব্যস্ত কিছু নাই কিছু নাই
কে কারে ঠকাবে এই দৃশ্য পট শুধু পাই!

বেসুর তালে গেয়ে যায় শিল্পিরা গান,
মানবতা অসুরের চরণ তলে ম্রিয়মাণ।
--------------------------------------------


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।