এক সাধারন হতে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক সাধারন হতে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এই বিশ্ব তোমাকেই খুঁজছে হে মহৎ প্রাণ,
তুমি যে মুক্তির পথ দেখাও জেনেগেছে ভুবন।
কেউ যায় না ফিরে খালি হাতে পর- আপন,
এক সাধারন হতে অতি সাধারন তুমি,
সাদা কলবে এঁকেছো অতি মানবিক ভূমি !
আজ দুঃখি হেসেছে প্রাণ খুলে এই নশ্বর,
মুহুর্মুহু বিস্ফোরণে হবে না বুক চৌচির।
ঠোঁট থেকে ভেসে আসছে বিজয়ের হাসি,
তুমি যে স্বপ্ন দ্রষ্টা, তুমি যে রাত্রি পূর্ণি শশী।
তাইতো বিজয় দেখি জল শুন্য বালুকা রাশি
মাটি খুঁড়ে তুলে দিচ্ছো হীরে মানিক সোনামণি।
এই বিশ্ব তোমাকেই খুঁজছে চির অগ্নির অশনি।
---------------------------------------------
১০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।