কারো দুঃসাহস নেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কারো দুঃসাহস নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
***********************************
এখন কারো দুঃসাহস নেই করে প্রতিবাদ,
এখন্ হিংসা বিদ্বেষেরা প্রচার করে নিন্দাবাদ।
এখন অন্তরে অন্তরে শুধু সংকীর্ণতা আর ক্লেদ
এখন নেই সেসব উদার মানবতা, প্রেম অভেদ।
এখন চারিদিকে নষ্ট প্রতিযোগতিার কোলাহল,
এখন আপন কক্ষ পথ ভুলে মানুষের চলাচল।
কার হক কে মেরে খাবে ? কে লুটে নিবে !
কে কত নিলর্জ্জ প্রতিযোগীতায় এই ভবে!
এখন উলঙ্গ জন্তুর মত সঙ্গমে মিলিত কুচবনে,
ন্যায় নীতিহীন বজ্র হুঙ্কারে পৃথিবীর অঙ্গনে।
এখন কারো দুঃসাহস নেই করে প্রতিবাদ,
এখন অর্থ বৈভব, ক্ষমতারে করে জিন্দাবাদ।
-------------------------------------------
১৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।