এক হয়ে লুটে যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক হয়ে লুটে যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
কি যে হৈ চৈ সমাজের বক্ষে,!
বললে কিছু তেড়ে আসে নেই আর রক্ষে।
ক্ষমতা আর অর্থ পেলে দালালেরা তৈরী,
ভাবগুলো এমন যেন সাধু সমাজ বৈরী !
শিক্ষা আর ভদ্রতা এই যেন নেই আর,
অনৈতিক ঘুষখোর সমাজের কর্ণধার।
চোর -ডাকাত -বাটপার
এক হয়ে লুটে যায় রাজ্য ভান্ডার
তেল আর পানি কোনদিন মিলে সে ?
মুক্তির ডাক শুনে লুটেরাজদের হিংসে।
রক্তে পাওয়া স্বাধীনতা ওরা বুঝি দেখেনি !
পরাজয়ের রাগ যেন ভুলে যেতে পারেনি।
--------------------------------------------
১৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।