কার হক ছিনে নেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কার হক ছিনে নেও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
কোন কূলে হে মাঝি! কোন কূলে মুক্তি ?
সে খবর কি রাখ, আছে কি শক্তি ?

এই অন্তরে কারে কর ভক্তি ?
ওই আরশে আযীম করেছ কি চুক্তি?
ক্ষণিকের বাহু বলে কারে দেখাও ভয়?
কার হক ছিনে নেও,কারে কর পরাজয়?

এই যে তুমি এত নিষ্ঠর, এত নির্দয় !
এত অত্যাচারী, এত ক্ষমতাময়—
চাওনা বুঝতে বিধিবিধান সত্যের যুক্তি
ছুঁড়ে দাও মু্ক্তা , ছুঁড়ে দাও শুক্তি।

হে মাঝি, ভিড়বে না, তোর তরী ভিড়বে না,
ওই কূল ভেঙ্গে গেছে !বিধি আর ফিরবে না ।
-------------------------------------


১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।