বিলাত পড়া সন্তান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিলাত পড়া সন্তান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
শিক্ষিত সন্তানের বুকে পাষাণের ভার,
পিতা মাতাকে দেখিবার সময় নাহি তার!!

বিলাতী পড়া কেউ ডাক্তার কেউ ইঞ্জিয়ার,
এরা উধাও ! পিতা সে বৃদ্ধাশ্রমে থাকিবার।
একদন্ত তরে নাহি পায় তার প্রয়োজনে
দুঃখে কাঁদে বৃদ্ধাশ্রমে অপলক নয়নে।

সন্তান উধাও অজানা দেশে- একি কান্ড!
মদ জুঁয়া নেশায় হাঁড়ি সরা ভান্ড।
বৃদ্ধাশ্রমে মৃত্যুও যদি হয় জীবনের শেষে,
বিলাত পড়া সন্তান নাহি ফিরে আসে- দেশে।

নৈতিক শিক্ষা যদি পেত ওই পিতার সন্তান;
বৃদ্ধাশ্রমে জ্বলতে হত না আগুনের লেলিহান।
-------------------------------------------


১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।