ক্ষমতার ঘূর্ণি ঝড়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ক্ষমতার ঘূর্ণি ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
তোদের কি বিজয় কেতন সহে না আর !
এখনো দেখি হয়নি দাসত্বের অবসান ।
এখনো তোরা গেয়ে উঠিস বিদ্রোহী গান,
এখনো অভাস মিলে দোসরের কলতান।
ওরে তোদের সহে না আর জুঁই চাঁপা বকুল
কোন চেতনায় ছুটে গেলি অধীর ব্যাকুল।
ভুলে গেলি মুক্তি যুদ্ধের দৃঢ় মনোবল,
এখনও দেখি দেশদ্রোহী রক্তের কোলাহল।
চোর ডাকাতেরা উচ্চ হেসে ঠেলাঠেলি করে
ক্ষমতার শিখরে, স্বৈরতন্ত্রের অস্র ধরে।
মুক্তি সে আসবে যে জনগণে
তার কোন লক্ষন নেই এই রাষ্ট্র শাসনে।
ক্ষমতার ঘূর্ণি ঝড়ে জোয়ার জলে ভাসি
স্বাধীন পতাকায় বাজে না মুক্তির বাঁশি।
----------------------------------
১৫-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।