তোরা করিস যে প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোরা করিস যে প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
কোন প্রেমে তোর মুক্তি জানিস কি ভাই ?
তোরা করিস যে প্রেম তার কোন মুক্তি নাই !

এ যে এক তাগুদের খেলা ভালবাসার নামে,
নিষিদ্ধ প্রণয়ে তোরা উঠেছিস মেতে ধরাধামে।
যে ফুল ভাবিস তোর, সে ফুল তোর নয়,
কেন স্পর্শ্ করিস তারে রোমান্টিকময় ?

কেন করিস উলঙ্গ পথ ঘাটে হরেক দেশ!
যে প্রেম বেশ্যা পল্লী নাহি তাহার শেষ!
তোদের প্রেমে নাইরে কোন দিশা,
এ এক নিষিদ্ধ প্রণয় শয়তানের নিশা।

তোরা করিস যে প্রেম সে এক মৃত্যুরই তরঙ্গ!
আয় ফিরে আয় নিত্যনবীন আলোক ছায়ার সঙ্গ।
------------------------------------------


১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।