অনল বিস্ফোরণে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অনল বিস্ফোরণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
এখন মানুষেরা অন্তর ফাঁকা ফানুস!
নেই সত্যের আলো, নেই কোন হুশ।
এখন মুক্তি খুঁজে অন্তঃসার শুন্যে শুন্যে,
অথচ এরাই নিমজ্জিত ছিল হকের পুণ্যে।
বাতিলের মহা তরঙ্গ আজ মানবের দেহে,
সভ্যতা পুড়ে ছাঁই হচ্ছে নিয়ত অগ্নি দহে!
হিংসা বিদ্বেষের উত্তাল তরঙ্গ বুকে বুকে,
সত্যেরা চুপসে গেছে পৃথিবীর বাঁকে বাঁকে
এখন তাগুদেরা খেলা করে বিপুল তরঙ্গে—
নিত্যনবীন ফরমান জারি হয় অদ্ভুদ ঢঙ্গে।
সত্যেরা যদি গর্জে না উঠে যুদ্ধে আজি ,
অনল বিস্ফোরণে পুড়াবে তারকারাজি!
-------------------------------------
১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।