জাগাও চিত্তে নবীন উষা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জাগাও চিত্তে নবীন উষা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
ভাবে ওরা তুচ্ছ তোমায় যায় ব্যঙ্গ করি !
তাতে তোমার হবেটা কি যাও বেয়ে তরী?
আসুক বাধা আসুক ঝড় হতে হবে পার,
গর্জে উঠো বীর দর্পে ভেঙে হাকাকার।

জাগাও চিত্তে নবীন উষা আলো অন্তহীন,
তোমার তরে আসবে ছুটে নব শুভদিন ।
বঙ্গ ছেলে বীর সেনানী হয় না কভূ নত,
যারা তোমায় নিন্দা করে ওরা ভাগ্যহত।

ব্যঙ্গ যারা করে যায় নাইরে ওদের তাপ,
শয়তানের চ্যালা ওরা বিধির কাছে পাপ।
------------------------------------


১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।