তোর মত হত যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোর মত হত যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
তোর মানবতারে ঢের বেশী ভালবাসি,
আজ বেদনাকাতর মুখে ফুটেছে হাসি।
তোর সভ্যতারে বড় বেশি ভাল লাগে,
তুই ছুটে আছিস উল্কার বেগে-
সাম্যের বক্ষ হতে মুক্তির ডাক দিয়ে,
সন্ধির চুক্তি করিস শত্রুকে হারায়ে।
তুই ঢুকে গেছিস বঞ্চিতের দেহে-দেহে,
তোর মত হত যদি এত প্রাণপন স্নেহে।
এ পৃথিবী গেয়ে উঠত বিজয়ের সংগীত
কোন অশ্রু ঝরতো না অন্ধকার নিশীথ।
পৃথিবীর ডাকিছে তোরে আনন্দ- আবাস,
আয় ফিরে আয় মানবিক স্বর্গের বসবাস।
---------------------------------
১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।