মৃত্যুর আলিঙ্গন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মৃত্যুর আলিঙ্গন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
বিশ্বাসীর মৃত্যু প্রভূ হতে উপহার!
যে মুমিন,সে শুনেছে মুক্তির খবর ।

মৃত্যু সে যে বন্ধুর সাথে সেতু বন্ধন,
সত্য করে না ভয় মৃত্যুর আলিঙ্গন।
সে স্মরণ করে তারে নতশির সুখপানে,
নিজেকে প্রস্তুত করে অবিনশ্বর স্মরনে।

বিশ্বাসী ছুটে বেড়ায় প্রভূর ছন্দ তানে,
মৃত্যুকে করে না ভয় পৃথিবীর বন্ধনে।
ইহ পর কালে যে রব ভালবাসে তারে ,
সে বিশ্বাসী- এ মৃত্যকে আলিঙ্গন করে।
--------------------------------


১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।