জেয়ারত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জেয়ারত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
কবরবাসীরা যেন শান্তি পায় আল্লাহ’র রহমত।

তুমিও যে এই কবরের যাত্রী ,মুক্তি খুঁজিবারে
ফরিয়াদ কর বিধাতারসনে স্মরন করি তারে।
কঠিন বিরহ দিনে তিনি যেন দেন দয়ার সুর,
রহমবিনে কে আছে এমন মুক্তি পায় হাশর?

কবরের পাশে যাও যদি নিয়ত তুমি,
মৃত্যুকে পড়িবে স্মরণ ক্ষণিকের ভূমি।
পার্থিব আনন্দগানে পাবে না খুঁজে সুর,
হাশরের ভয়ে কম্পিত হবে কঠিন অন্তর!

কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
অসহায় বান্দারা যেন ক্ষমা পায় ওই মছিবত।
--------------------------------------


১৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।