স্বাধীন দেশে মুক্তি নাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বাধীন দেশে মুক্তি নাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
অফিস ভরা চোরে চোরে, রাষ্ট্রে ভরা ডাকাত,
রাজ্য রাজা দেখেছে বসে নাহি দেখি শক্ত হাত!
মুক্তি যুদ্ধের বিজয় কেতন, রাঙা রবি আলো,
এখন দেখি সব হারায়ে সন্ধ্যা লগ্নের কালো।
চোর ডাকাতের তুফানে,মুক্তি স্বপ্নের অবসান,
জনতা ভাবছে এখন গাইবে আর কিসের গান ?
স্বপ্নের মুক্তি ঘরে ঘরে হতাশার- সমান,
যে আসে লুটে যায়, করে যায় বলিদান।
স্বাধীন দেশে মুক্তি নাই সবই যেন কালসে
চোর ডাকাত সিন্ডিকেট আছে দেখি বসে !
”জয়বাংলা জয়ধ্বনি” সে কি বাজে প্রভাত- প্রদোষে!
মু্ক্তি যুদ্ধের চেতনা নাহি আর হরষে !!
-------------------------------------
১৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।