ঘোষনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘোষনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে মানব, ঈর্ষা ও হিংসা সুরে গেও নাকো গান
বিদ্বেষ হতে দূরে থাকো এই তো আহ্বান।
সদগুনকে ধ্বংস করো নাকো তাগুদে ভাসি,
ওগো মানবেরা জেগে উঠ সকলে পূণি শশী!
তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ
পরস্পপরের জন্য চিরস্থায়ী হারাম, চিরস্থায়ী বিপদ!
এই রক্ত -সম্মান- সম্পদ পরস্পরে নাহি মিশে,
চিরস্থায়ী বাতিল সকলের তরে এই ঘোষনার শেষে।
-----------------------------------------------
১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।