রক্তের বন্ধন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্তের বন্ধন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
রক্তের বন্ধন কোথায় যেন হইতেছে উধাও,
এখন কি সেই অমৃতর পরশ খুঁজে পাও ?
খরস্রোতা উত্তাল নদীর জল রাশির মত
হিংসা বিদ্বেষে ভাঙ্গিছে নদীর কূল- সতত!
যত ঠকাইতে পারি সে দিকে চেয়ে থাকি,
জুলুমে লুটে নেই ন্যায্যতা আড়ালে রাখি।
রক্ত ধ্বংসে ফন্দি আটি রাঙা চোখে মুখে
শত্রুরে তুলে দেই উথরোল বাঁকে বাঁকে।
এখন আর নেই সেই বন্ধন ধরণী মাঝে
চারিদিকে গৃহযুদ্ধের দামামা হরদম বাজে!!
সম্পর্ক ছিন্ন করি ফুটিতেছে হিংসের ফুল,
অনিষ্ট ডেকে ডেকে বাঁধিতেছে মাথার চুল।
--------------------------------------------------
২০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।