ভাঙ্গবে কবে নিদ্রা তোর ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভাঙ্গবে কবে নিদ্রা তোর ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
রাত পেরিয়ে ভোর হল নাইরে কোন শশী,
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !

মা যে তোরে ডাক দিল আয়রে তুই এখনি,
আলোর ঘরে কেন আঁধার বলরে একটু শুনি?
জেগেছিলাম, জেগে আছি দেখব তোরে আছি,
চুপছে কেন ঘুমিয়ে আছিস ওই তারকারাজি !

কত কথা , কত স্মৃতি সে আজ নাইরে,
নীতি কথা, নীতি বাক্য সব মরিছে ভাইরে।
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !
দুষ্ট চক্র পুড়িয়ে দে অনল হয়ে আসি।

বলরে এবার আছিস তুই আলোক কিরণ রেখা,
জ্বলে উঠ, গুড়িয়ে দে - দেশ দ্রোহীদের পাখা।
------------------------------------


২১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।