আমি যোদ্ধা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি যোদ্ধা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
যোদ্ধা হতে বাধ্য করেছ - হে দেশদ্রোহী,
আমি নির্ভয়, আমি দুর্বার, আমি নই বিরহী!

আমি যুদ্ধ করতে শিখেছি অসীম সাহারা,
আমি দিতে এসেছি অন্ধকার রাত্রি পাহারা!
আমি নতশির হই না কোন বিরহে !
আমি যোদ্ধা,আমি ছুটে চলেছি বিদ্রোহে।

আমি ধ্বংস করব ওইসব দোসরের প্রিয়,
ওইসব চোর ডাকাত দেশদ্রোহী, দেখে নিও।
আমি লক্ষশহীদের রক্তের স্পন্দন!
আমি মুক্তি যুদ্ধের গর্বিত বিজয় কেতন।

এখনো অসুরের পদধ্বনি শুনি স্বাধীন দেশে!
আমি যোদ্ধা, আমি যুদ্ধ করি ওদের সর্বনাশে!!
---------------------------------------


২১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।