কিসের শুন্যতায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কিসের শুন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
ওই দিন জ্বলবে সে, প্রজ্জ্বলিত আগুন লয়ে,
গগণের সূর্যটা নেমে আসবে নিকটবর্তী হয়ে!
খুলিটা গলে গলে ভেসে যাবে রক্তমাংসময়!
হে মানব, সহ্য করবে কিভাবে এ যন্ত্রণাময়?
কেন এত হায় হুতাশ করো এ নশ্বর ধরণী,
কেন রৌদ্রের খরতাপে মৃত্যুর শ্বাস ছাড় এখনি !
একটু অনুভব করো তবু যেন হায়,
অন্তরে ফিরে আসে ভীতি অবিনশ্বর আশায়।
কিসের শুন্যতায় এত নিঃশব্দ ক্রন্দন!
ওই দিনের ভয়ে কেন ব্যাকুল হয় না প্রাণ ?
তাপ তব- তব রহম- তব সে পৃথিবীর আলো,
এ পরীক্ষা- ভয় কর মানব, মুছে দাও কালো।
-------------------------------------
২৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।