ওই গুন্ডা ওই পান্ডা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই গুন্ডা ওই পান্ডা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
ওহে আমারই ঘরে যেন আমি ঘর ছাড়া,
জুলুম - অত্যাচারে ভয় করে তাড়া!
ওই গুন্ডা ওই পান্ডা এসে যায় বলে,
ওমুক দলের লোক আমি চলি বাহু বলে
গলা টিপে ধরি আমি শ্বাস রুদ্ধ করে
দে দে চাঁদা দে নইলে দিব মেরে।
পাতি- ছাতি কত নেতা বসতি পাড়া,
হুমকি দুমকি দিয়ে গর্জে ওঠে তারা
ওদের ভয়ে সমাজ এখন ছন্নছাড়া।
ওহে রুখবে কে? এই জুলুমের ধারা।
ক্ষমতার ছত্র ছায়ায় সুখ শান্তি নাই আর,
ওই গুন্ডা, ওই পান্ডা দেশদ্রোহী কুলাঙ্গার!
-------------------------------------
২৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।