যোদ্ধারা ভীতু নয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যোদ্ধারা ভীতু নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
যদিও নিন্দুকেরা মেতে উঠেছে চুতুর্দিক!
তবুও প্রবল ঝড়ে আলো জ্বলছে ঠিক।

দূর দিগন্তে এ আলোক রশ্মি পোঁছে যাবে,
সভ্যতা খুঁজে নিবে মুক্তির নিশান উৎসবে।
যদিও নিন্দুকেরা থামবেনা এই নশ্বর,
তবুও যোদ্ধারা ভীতু নয় যুদ্ধের প্রান্তর।

নিন্দুকেরা ডানা কাটা পাখির মত বদ্ধ !
লোহার পিঞ্জরে ওরা নিভৃত- অবরুদ্ধ।
তুমি মুক্ত পাখির মত অসীমে বিস্তৃত
ডানা মেলে উড়ে যাও বিজয় শ্বাশত ।

মুক্তি আসন্ন, রুখবে কে এই আলোর গতি!
ওই নিন্দুকেরাই দিয়েছে তোমারে জ্যোতি!
-----------------------------------------


০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।