এসো হে মসজিদে ফিরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এসো হে মসজিদে ফিরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
হে মানব, দলে দলে এসো হে মসজিদে ফিরে,
কাঁতারে কাঁতারে সামীল হও নামাজীদের ভীড়ে।
ফজর জহর আছর মাগরিব এশা এসো হে
ওই ডাক দিয়েছে মুয়াজ্জিন আল্লাহ’র রাহে।
ফিরে এসো হে মসজিদ পানে বারেবার,
হও নত শির ওই দয়াময় পারওয়ারদীগার।!
অন্তরকে করিও না কভূ শিরকের ঘাঁটি,
হে মুমিন তুমি তৌহিদকে বানিও খুঁটি।
সেজদায় লুটিয়ে পড়িও দলে দলে
প্রভূ তুষ্ট রাহে ঈমানের দ্বার খুলে।
ওহে মানব, নেই কো মুক্তি, নেই কো ছাড় !
দলে দলে মসজিদে এসো ফিরে হও নতশির।
ওই ডাকিছে মুয়াজ্জিন নামাজ পড় হে
রহম চাও হে অনন্ত দিবসের মুক্তি রাহে!
----------------------------------------------
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।