মোহের বসতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মোহের বসতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০২-০৫-২০২৪ ইং
*****************************
মানব মোহের বসতি গড়িয়াছে চারিধার,
তাগুদের ছায়ে গগণ করিয়াছে অন্ধকার !
অনৈতিক ডানা মিলিয়া ছুটিয়াছে বহুদূর,
নরক অগ্নিসম করিয়াছে পৃথিবীর প্রান্তর।
ক্ষমতা অর্থের দিকে আপনারে মগ্ন করি
অবৈধ পন্থায় কত কি লইতেছে ভরি !
মানবের মাঝে আজ শুধু বাতিলের ছবি,
অন্তরে নেই কোন আল কোরআনের রবি।
ধন সম্পদ আপনারে করিবে গভীর বিষাদ!
কভূ ভাঙিবে না ইহ পরে অশান্ত অবসাদ।
সবাই আপনার গান গাহি ক্ষণিক ধরাতে,
দুই প্রজন্ম পরে তুমি আর নাহি তাহাতে
তোমারি সম্পদ তোমারে যাইবে ভুলে
দুর হইতে দূরে - বহুদূরে একা ফেলে।
-----------------------------------------
০২-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।