কে শুনালো তোরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কে শুনালো তোরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
কে শুনালো তোরে হে সুহাসিনী সুন্দরী!
দিতে হবে যৌবন হতে যৌবনের মঞ্জরী।

ফুল দিচ্ছিস কারে, ফুটেছিস কোন বনে ?
কোথায় মেলেছিস পাঁপড়ি কার সনে !
কে স্পর্শ করিল তোর ফুলের ডানা ?
অকাতরে মধু দিয়ে গেলি কোন অজানা !

কীট পতঙ্গেরা শূলে শূলে মুধু নিল কেড়ে,
তবু গুপ্তধন দিচ্ছিস খুলে পথ ঘাটে ঘুরে।
কে শুনালো তোরে যেতে হবে নিষিদ্ধ-তীরে ?
কার তুষ্টে হে সুন্দরী তুই ছুটেছিস নগ্ন নীড়ে।


তুই নগ্ন ভাসিলি যেন বেশ্যা পল্লীর সলিলে ,
কি নিলর্জ্জ বেহায়াপনা আপন ছতর খুলিলে!
কোন সে আভিপ্রায় আজ তুই পথহারা ?
যৌবন কারে দিচ্ছিস বিলিয়ে তাগুদের ধারা!
---------------------------------------------


০৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।