তুই যে গোপন পূর্ণি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুই যে গোপন পূর্ণি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
হে নদী,কেন ডেকে আনিস নদের জল ?
যদিও তোর মহনায় নদ আসে কলকল!
তবুও নদের জন্য তুই নহে তরঙ্গময়
তুই যে অতি গোপন পূর্ণি পুলকময়।

তোর বুকে উথরোল তরঙ্গ করে কলরব,
তোর রূপের বাহার দিয়ে যায় সৌরভ!
তুই যে নদের গৌরব,
তুই যে নদের রোমান্টিক উৎসব!

হে নদী কেন খুলিস তোর গোপন তরঙ্গ?
কেন করিস মোহনায় অবাদ সঙ্গ ?
কেন আপন রূপের গরিমা হারাস নগ্ন এসে?
সব নদের জন্য তুই নহে প্রণয় উল্লাসে।
-----------------------------------------


০৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।