শুভঙ্করের ফাঁকি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুভঙ্করের ফাঁকি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
কি বীভৎস দৃশ্য ! রক্তের ছোপ ছোপ দাগ
সারি সারি নিথর লাশ রেল লাইনে-হতবাক!
তবু ঘুমন্ত ষ্টেশন মাষ্টার!
কি দুর্ভাগ্য কপাল আমাদের।

একই লাইনে ট্রেন মুখোমুখি! তাও দেখলাম
বিশ্বের বিষ্ময় কান্ড! শুনতে পেলাম
তদন্ত কমিটি হচ্ছে, এর প্রতিকার কি ?
এ এক শুভঙ্করের ফাঁকি !!

রাষ্ট্র আছে, রাষ্টে পতি আছে, শুধু নেই বাতি!
আর কত জীবন হারালে উদয় হবে জ্যোতি ?
কে পূরণ করবে এ ক্ষতি ?
বিচার চাই, বিচার চাই দ্রুত গতি।
-------------------------------------


০৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।