রাজনীতি
- নাঈম ইসলাম বাঙালি ১৮-০৫-২০২৪

নীতির রাজা রাজনীতি
রাজার নীতি নয়,
তারে রাজনীতি কয়।
গাও নীতির গীতি।

নেতার নীতি শত শত
রাজনীতি কোথাও নাই,
আসল নেতা কোথায় পাই।
নীতির রাজা বিলুপ্ত।

রাজনীতির কাঁচা বাজার
নিরিহর বাজার খুবই দর,
কাঁপে জনগণ থরথর।
নীতি দেখে রাজার।

মূর্খ দেশে কেন নেতা
নেতার অর্থ বুঝে না,
নীতির রাজা মানে না।
দেশ কেন কয় তাদের কথা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৫-২০২৪ ০৩:৪৪ মিঃ

অনবদ্য উপস্থাপন

নাঈম ইসলাম বাঙালি
০৫-০৫-২০২৪ ১৫:৪৫ মিঃ

ধন্যবাদ