পৃথিবীর প্রেমে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পৃথিবীর প্রেমে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
এই মায়াবী পৃথিবীর প্রহর শেষে,
মৃত্যুর তরী বেয়ে যাবে অবশেষে।
এই ধরার বুকে চাই চাই শুধু চাই!
কোন কিছুতেই যেন তৃপ্তি নাই নাই।
সময় যে ফুরিয়ে যাচ্ছে দিন দিন,
সে কথা বুকে আসেনি কোনদিন।
মৃত্যুর ঘাটে বাঁধিয়াছে জীবন তরী,
তবু দুর্বার ছুটেছি ক্ষণিকের পথ ধরি,
শুধু ভাবি এখনো আছে অনেক বাকী,
ওহে মৃত্যু কি তোমার হাতে নাকি ?
মৃত্যুর ঘাটে জীবন তরী ভাসিছে ভুবনে,
তবু পৃথিবীর প্রেমে নিদ্রা নাহি দুনয়নে।
------------------------------------
০৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।