প্রস্তুত হও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রস্তুত হও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
ওই দেখ কত তাজা প্রাণ যায় ঝরে!
আচমকা অনন্তের যাত্রী হয় কবরে!
,তবু কি ব্ক্ষ কাঁপে না থরথরে ?
প্রভূর ভয় কি জাগেনা অন্তরে !
যদি আজি চোখ দুটো বুঝে যায় তোমার,
এই পৃথিবী ভুলে যাবে চিরতর !
মৃত্যুর চিন্তা কি আসে না বারবার?
ওই দেখ সম্মুখে যমদূতের মহাঝড়!
যদি আজি চলে যাও কর না হাহাকার,
পূঁজি নিয়ে যাও আরশে আযীম দরবার।
মৃত্যু যেদিনই আসুক ঘন কালো মেঘে্
ভয় নেই ঈমান যদি রয় অন্তরে জেগে।
মৃত্য সদা দিতেছে হানা ঘন ঘন !
ওহে প্রস্তুত হও প্রভূর ঝঙ্কারে ঝনঝন।
----------------------------------
০৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।